এবার সঞ্চালনায় নুসরত

author-image
Harmeet
New Update
এবার সঞ্চালনায় নুসরত

নিজস্ব সংবাদদাতাঃ  সন্তান  জন্মানোর পরে সাকুল্যে কয়েক দিন মাত্র বিশ্রামে ছিলেন। তার পরেই ফোটোশুট, অনুষ্ঠানে যাওয়া, ছবির শুটের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন -অভিনেত্রী নুসরত জাহান। বেসরকারি একটি এফএম চ্যানেলের জন্য নতুন শো ‘ইশক উইথ নুসরত’ সঞ্চালনা করবেন অভিনেত্রী। আগামী ১৫ নভেম্বর থেকে ওই চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্মে দেখা যাবে সেই শো। নুসরতের ইনস্টা-স্টোরিতে রয়েছে শোয়ের ঝলক। সেখানে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের মদন মিত্রকে। শোয়ের জন্য সদ্য শুট করলেন তনুশ্রী চক্রবর্তীও।