নিজস্ব সংবাদদাতাঃ আবারও হতে চলেছে কলকাতা বইমেলা। আগামী ৩১ জানুয়ারি ২০২২ থেকে শুরু হবে কলকাতা বইমেলা। শেষবার বইমেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। আগামী বছরও অর্থাৎ ২০২২-এও সেই থিমই থাকছে। গত বছর বইমেলা আদৌও হবে কিনা, তা নিয়ে দোটানার মধ্যে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছিলেন, 'এবারের থিম হল বাংলাদেশ। সেজন্য এবারের বইমেলাকে বঙ্গবন্ধু মুজিবর রহমানকে উৎসর্গ করা হয়েছে।' বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।