সেক্সের যে ৭টি যৌন কথা নারী বলে না

author-image
Harmeet
New Update
সেক্সের যে ৭টি যৌন কথা নারী বলে না

নিজস্ব সংবাদদাতাঃ  যৌনতায় কিছু বিষয় আছে, যা নারী বা পুরুষ অনুভব করে। কিন্তু তা কেউ কাউকে বলে না। 
বহু নারীরই নিজের চেহারা নিয়ে উদ্বেগে থাকেন। তাঁরা চান না তাঁর দেহ দেখে কোনো পুরুষ তাঁর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলুক। আর এ কারণেও অনেকে আড়ালে থাকতে ভালোবাসেন। এখানে তাকে যেমন মিথ্যা আশ্বস্ত করার প্রয়োজন নেই তেমন সমালোচনা করাও উচিত নয়। শুধু ভালোবাসার বন্ধনে একে অপরকে জড়িয়ে ধরে উভয়ের বাস্তবতাকে মেনে নেওয়াটাই কর্তব্য।
অনেক পুরুষই মনে করেন নারীকে সম্পূর্ণভাবে যৌন তৃপ্তি দেওয়া বা অর্গাজম খুবই গুরুত্বপূর্ণ। যদিও অনেক নারীর কাছে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ নয়। তারা অনেকেই যৌনতায় লিপ্ত হলেও সম্পূর্ণ অর্গাজম করার তাগিদ অনুভব করেন না।
কথাবার্তাকে অনেক নারীই খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন। তারা যৌনতার আগে এ বিষয়ে কথাবার্তার মাধ্যমে উত্তেজনা অনুভব করতে চান। ভালোবাসার নিশ্চয়তাপূর্ণ কথা এ ক্ষেত্রে অনেক নারীরই খুব প্রিয়।
অনেক পুরুষই যৌনতাকে খুবই সিরিয়াস বিষয় হিসেবে নেন। যদিও নারী বিষয়টিকে হালকা করে দেখতে পছন্দ করেন। তাদের কাছে বিষয়টি ভালোবাসা, রোমান্স, খুনসুটি ইত্যাদির সঙ্গে সম্পর্কিত।
শুধু যৌনতা এবং তারপর আগ্রহ হারিয়ে ফেলা, এমনটা কোনো নারীরই কাম্য নয়। তাঁরা চায় যৌনতার পরও পুরুষটির মনোযোগ থাকবে তাঁর প্রতি। এতে ভালোবাসা পূর্ণতা পাবে এবং পরবর্তীতে আরও ঘনিষ্ঠতা তৈরিতে উত্‍সাহিত হবে।
শুধু যৌনতা নারীর পছন্দ নয়। নারী চায় ভালোবাসা, হালকা স্পর্শ, চুম্বন কিংবা শুধুই হাত ধরা। আর এর মাধ্যমেই এক পর্যায়ে তা যৌনতায় রূপ নিতে পারে।
নারী যৌনতাকে কখনোই জীবনের অন্য বিষয়গুলো থেকে আলাদা করে দেখে না। এ কারণেই যৌনতার সঙ্গে ভালোবাসা পরিবার ইত্যাদি সবই চলে আসে নারীর বিবেচনায়।