ফের তালা বন্ধ বাড়িতে চুরি, এলাকায় আতঙ্ক

author-image
Harmeet
New Update
ফের তালা বন্ধ বাড়িতে চুরি, এলাকায় আতঙ্ক


হরি ঘোষ, পান্ডবেশ্বর:
পাণ্ডবেশ্বর কলেজপাড়া, পাণ্ডবেশ্বর ডালুরবাধ ৪ নম্বরের পর এবার চুরির ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বরের গোঁসাই পাড়া এলাকায় । পরপর চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে খনি অঞ্চল পাণ্ডবেশ্বর জুড়ে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বরের গোঁসাই পাড়ার বাসিন্দা সুনীল মোদি ছট পূজা উপলক্ষে স্বপরিবারে নিজের গ্রাম গিয়েছিলেন শনিবার। এরপর রবিবার সকালে পাশের এক প্রতিবেশী তাকে ফোন করে জানান যে তাঁর বাড়িতে চুরি হয়েছে । এই খবর শুনে রবিবার রাতে সুনীলবাবু নিজের বাড়িতে পৌঁছায়। এরপর তিনি গিয়ে দেখেন যে ছাদ ভাঙা। আলমারির তালা খোলা। এরপর তিনি দেখেন বাড়িতে থাকা নগদ কয়েক হাজার টাকা সহ সোনার ও রুপার গহনা, দামি শাড়ি চুরি হয়ে গেছে। সোমবার সকালে সুনীল মোদি পাণ্ডবেশ্বর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই চুরির ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।