ব্যর্থতার জন্য অজুহাত!

author-image
Harmeet
New Update
ব্যর্থতার জন্য অজুহাত!



নিজস্ব সংবাদদাতাঃ বিরাট বাহিনীর বিরাট ব্যর্থতা এই টি-২০ বিশ্বকাপে। পর পর এই ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে এই দিন। নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে ভরত অরুণ বলেন, "ছ-মাস ধরে খেলে চলেছে দলটা। কেউ বাড়ি যায়নি। জৈব দুর্গে আটকে রয়েছে ছ-মাস ধরে। বিশ্বকাপের মাঝে একটু বিশ্রাম পেলে ছেলেদের ভালোই হত।"