New Update
/anm-bengali/media/post_banners/g9cXXQWNCXE4ls72Q9MZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ডিসেম্বরে ক্যাটরিনা আর ভিকির বিয়ে, এমনই শোনা যাচ্ছে গুঞ্জন। তবে এর মধ্যেই দীপাবলির রাত্রে কবির খানের বাড়িতে রোকা সেরে ফেললেন তাঁরা। “যেহেতু দীপাবলির তারিখগুলি শুভ মুহুর্ত ছিল, তাই পরিবারগুলি অনুষ্ঠানটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ কবির এবং মিনি প্রায় ক্যাটরিনার পরিবারের মতো এবং তারা সবচেয়ে দয়ালু হোস্ট ছিলেন,” একটি বিখ্যাত সংবাদপত্র সূত্রে জানা যায় এই বিষয়টি। তাই তাঁর বাড়িতেই সেরে ফেললেন রোকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us