New Update
/anm-bengali/media/post_banners/AzY3jCMUscNdyx0Jnzzl.jpg)
দেবাশীষ বিশ্বাস, দিনহাটা: গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। দিনহাটা এক নম্বর ব্লকের পেটলা এলাকায় শনিবার রাতে পেটলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বণিক রায়কে মারধর করা হয় বলে অভিযোগ। আহত বণিক রায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বেডে শুয়ে তিনি জানান, এদিন বাড়ির সামনে ক্লাবের থেকে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় ক্লাবের পেছনে ফাঁকা মাঠের থেকে তিনটি বাইকে করে এসে তার উপর আক্রমণ করা হয়। জয়ন্ত বর্মন নামে এক বিজেপি কর্মী সহ কয়েকজন তাকে মারধর করে। এর আগেও তাকে আক্রমণ করা হয়েছিল।বিজেপির এক নেতৃত্ব অবশ্য বলেন, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে চাপা দেওয়ার জন্য বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার সাথে বিজেপির কোন সম্পর্ক নেই।পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us