New Update
/anm-bengali/media/post_banners/HhenGGh3hq1mUElIGbCz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ক্রুজকাণ্ড নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপি নেতা নওয়াব মালিক। আরিয়ান খানকে অপহরণের উদ্দেশে ওই বিলাসবহুল ক্রুজে নিয়ে যাওয়া হয়েছিল বলে ইঙ্গিত দিলেন এই এনসিপি নেতা। তিনি বলেন, 'আরিয়ান খান ক্রুজ পার্টির টিকিট কেনেননি। প্রতীক গাবা এবং আমির ফার্নিচারওয়ালাই তাকে সেখানে নিয়ে এসেছিলেন। এটা অপহরণ এবং মুক্তিপণের ব্যাপার। এই ঘটনার মাস্টারমাইন্ড মোহিত কাম্বোজ ও তার সহ কর্মী হলেন সমীর ওয়াংখেড়ে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us