গান বন্ধ করতে বলায় গুলিবিদ্ধ পুলিশ, গুরুতর আহত আরও ২

author-image
Harmeet
New Update
গান বন্ধ করতে বলায় গুলিবিদ্ধ পুলিশ, গুরুতর আহত আরও ২

নিজস্ব সংবাদদাতাঃ চাঞ্চল্যকর ঘটনা ঘটল বিহারে। জানা গিয়েছে, শনিবার রাতে গয়ার তানাকুপ্পায় লক্ষ্মী প্রতিমা নিমজ্জন অনুষ্ঠানের আয়োজকদের উচ্চস্বরে গান বাজানো বন্ধ করতে বলায় পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় এবং গুলি চালানো হয় বলে অভিযোগ। জেলার এসএসপি আদিত্য কুমার বলেন, "একজন এসএইচও গুলিবিদ্ধ হয়েছেন এবং পাথর ছোঁড়ার ঘটনায় দুই এসএপি জওয়ান আহত হয়েছেন।"