New Update
/anm-bengali/media/post_banners/eNjXeJV7kpygPqY7m16v.jpg)
নিউজ ডেস্কঃ শনিবার বিকেল নাগাদ পাঁশকুড়া থানার সিদ্ধা গ্রামে ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার ঘটনা ঘটল।এদিন একটি ট্রেলার পাঁশকুড়ার দিক থেকে কোলাঘাটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে খড়গপুর রুটে ডিভাইডার টোপকে একটি চা দোকানে প্রবেশ করে।সেইসময় দোকানে বেশকিছু লোক থাকলেও কয়েকজন পিছন দিয়ে বেরিয়ে পালাতে সক্ষম হয়।তবে দোকানদার ও গাড়ির চালক গুরুতর জখম হয়।আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।এই ঘটনায় একটি বাইকও পুড়ে যায়।এই দুর্ঘটনার জেরে সন্ধ্যে পর্যন্ত জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।ঘটনাস্থলে আসে পাঁশকুড়া ও কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us