নিজস্ব সংবাদদাতাঃ ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে পড়েছিল একটি সিংহলী গান। ‘মানিকে মাগে হিতে’। সহজ সুরে বাঁধা এই গানের মুগ্ধতা কাটেনি এখনও। বরং দেশের গণ্ডি পার হয়ে তা ছড়িয়ে পড়েছে নানা দিকে। শ্রীলঙ্কার ইয়োহানি দিলোকা দি সিলভার গাওয়া এই গান এ বার ইংরেজি ভাষায়। গাইলেন ওলন্দাজ গায়িকা এমা হিস্টার্স। সুর, তাল এক রেখেই নিজের মতো করে এই গান সাজিয়েছেন এমা। ভিডিয়োটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিন লক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন। এমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।