নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের আহমেদনগরে জেলা হাসপাতালে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ১০ জন করোনা রোগীর। জখম আরও এক রোগী। হাসপাতালের আইসিইউ-তে আগুন লাগে। ১৭ জন করোনা রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়। হাসপাতালে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না, অভিযোগ দমকলের। জানা গেছে, আজ সকাল সাড়ে দশটা নাগাদ হাসপাতালের আইসিইউ-তে আগুন লাগে।