কবে ধোঁয়াশার চাদর থেকে মুক্তি পাবে দিল্লিবাসী?

author-image
Harmeet
New Update
কবে ধোঁয়াশার চাদর থেকে মুক্তি পাবে দিল্লিবাসী?

নিজস্ব সংবাদদাতাঃ ১ জানুয়ারি অবধি দিল্লিতে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা থাকলেও সেই বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়েই দেদার বাজি পোড়ানো হয়েছে গোটা দিল্লি জুড়েই। তার ফলও মিলেছে হাতেনাতেই। পরদিন সকাল থেকেই ধোঁয়াশার পুরু আস্তরণে আকাশ ঢাকা পড়েছে। কমেছে দৃশ্যমানতাও। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, দীপাবলির পরদিন দিল্লিতে বাতাসের গুণগত মানের সূচকের গড় পৌঁছে গিয়েছিল ৪৬২ তে।













বিগত পাঁচ বছরের মধ্যে এই সূচকই সবথেকে খারাপ ছিল। গতবছর দীপাবলির পরবর্তী সময়ে বাতাসের গুণগত মানের সূচক ছিল ৪৩৫। ২০১৯ সালে এই সূচক ছিল ৩৬৮। ২০১৮ সালে দীপাবলি পরবর্তী সময়ে বাতাসে গুণগত সূচকের মান ছিল ৩৯০। ২০১৭ সালে সূচক ছিল ৪০৩ এবং ২০১৬ সালে এই সূচক ছিল ৪৪৫।