ভাই ফোঁটা উপলক্ষ্যে ভীড় মিষ্টির দোকানে

author-image
Harmeet
New Update
ভাই ফোঁটা উপলক্ষ্যে ভীড় মিষ্টির দোকানে



নিজস্ব সংবাদদাতাঃ বাঙালির কোনো উৎসবই মিষ্টি ছাড়া ভাবা যায় না। আর ভাই ফোঁটা মানে তো মিষ্টির আসর বসবেই। শীতের শুরু আর তাই কলকাতার বিভিন্ন মিষ্টির দোকানগুলি রাখতে আরম্ভ করে দিয়েছে নলেন গুড়ের বিভিন্ন মিষ্টি। এবারে শুধু মুখে তোলারই যা অপেক্ষা।