New Update
/anm-bengali/media/post_banners/feiA2ueOqw18rdQ2l5nH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সবে দীপাবলির উৎসব মিটেছে। অনেকেই ভেবেছিলেন এবার বোধহয় বাজারে শাক–সবজি–মাছ–মাংসের দাম কমবে। তাহলে পাতপেড়ে ভাই–দাদাকে ডেকে ভাইফোঁটা দেওয়া যাবে। কিন্তু সেই ভাবনার সঙ্গে বাস্তবের মিল খুঁজে পেলেন না সকালে বাজারের থলি নিয়ে হাজির হওয়া মানুষজন। কারণ আজ, শনিবার বাজারে যে জিনিসেই হাত দিয়েছেন মানুষ তাতে হাত পুড়েছে। অগ্নিমূল্য বাজারদরে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। আজ ভাতৃদ্বিতীয়ার আগে শুক্রবার থেকেই বাজারে দেদার দাম বেড়েছে সবকিছুর। সবজি থেকে মাছ–মাংস সবেরই দামে ছ্যাঁকা খেতে হচ্ছে। অথচ বাঙালির রীতি ভাইফোঁটা—সেটা তো করতেই হবে। আর তা করতে গিয়ে পকেটে পড়েছে টান। লক্ষ্মীপুজোর আগেও বেড়েছিল সবজির দাম। এবার ভাইফোঁটা উপলক্ষ্যে সেটা চড়েছে চরমে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us