New Update
/anm-bengali/media/post_banners/AHhlOoRlFaxceVmNjBL4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারতের হয়ে যথারীতি ওপেন করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। স্কটল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন মার্ক ওয়াট। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন রাহুল। পঞ্চম বলে চার মারেন রোহিত। প্রথম ওভারে ভারত ৮ রান তোলে। কোনও উইকেট হারায়নি। দ্বিতীয় ওভারে ব্র্যাড হোয়েলের বলে ৩টি বাউন্ডারি মারেন লোকেশ রাহুল। ওভারে মোট ১৫ রান ওঠে। ভারত ২ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ২৩ রান তুলেছে। রাহুল ১৫ ও রোহিত ৭ রানে ব্যাট করছেন। তৃতীয় ওভারে ইভান্সের প্রথম বলে চার ও দ্বিতীয় বলে ছক্কা হাঁকান লোকেশ রাহুল। ওভারে মোট ১৬ রান ওঠে। ১টি চার মারেন রোহিত। ৩ ওভারে ভারতের স্কোর ৩৯/০। রাহুল ২৬ ও রোহিত ১২ রানে ব্যাট করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us