খেলার আগে নতজানু হল ভারত

author-image
Harmeet
New Update
খেলার আগে  নতজানু হল ভারত



নিজস্ব সংবাদদাতাঃ দুবাইয়ের মাটিতে আজ ভারত-স্কটল্যান্ড মহাযুদ্ধ। পর পর ভারতীয় বোলারদের বোলিং-এ ঘায়েল হয়েছে স্কটিশরা। কিন্তু মাঠে খেলতে নামার আগে টসে জিতে ভারত বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নতজানু হয়ে বসল।