New Update
/anm-bengali/media/post_banners/mTjBeSoU1DlxyKJAee1m.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ৫.২ ওভারে মহম্মদ শামির বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন জর্জ মনুসি। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৪ রান করে ক্রিজ ছাড়েন মুনসি। স্কটল্যান্ড ২৭ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বেরিংটন। পাওয়ার প্লে-র ৬ ওভারে স্কটল্যান্ডের স্কোর ২৭/২।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us