নিজস্ব সংবাদদাতাঃ মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অনলাইনে লিক হয়ে গেল Sooryavanshi-র ফুল HD ভার্সান। অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কইফ অভিনীত এই ছবিও পাইরেসির শিকার হল। এখানেও প্রধান কারসাজি সেই Tamelrockers-এরই। এই সাইট ছাড়াও movierulz, Telegram-এর মতো আরও কিছু প্ল্যাটফর্মে বিনামূল্যেই পাওয়া যাচ্ছে Sooryavanshi-র HD কোয়ালিটি প্রিন্ট।