New Update
/anm-bengali/media/post_banners/pxTF14C5RRaGi3k2ExR3.jpg)
দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ দিনহাটা 'নাম নেই' সংঘের পরিচালনায় এ বছর ৪৭তম কালীপুজো অনুষ্ঠিত দিনহাটার সংহতি ময়দানে। প্রতি বছরের ন্যায় এ বছরও বিশেষ শাক্তবিধি মেনে তান্ত্রিক মতে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনা আবহে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একসময় দিনহাটার রাজনৈতিক ব্যক্তিত্ব কমল গুহ এই পুজোর পৃষ্ঠপোষক ছিলেন, বর্তমানে কমল তনয় উদয়ন গুহ এই পুজোর পৃষ্ঠপোষক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us