New Update
/anm-bengali/media/post_banners/ewCMVSGuJ67CQ10blLUG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস। গোটা বিশ্বজুড়ে আজকের দিনটি পালন করা হয়ে থাকে। সুনামি একটি জাপানি শব্দ, যার অর্থ সামুদ্রিক তরঙ্গ। একেরপর পর এক বৃহদায়তন তরঙ্গের ফলে যে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস সংঘঠিত হয় তাকেই সুনামি নামে অভিহিত করা হয়। উপকূলবর্তী অঞ্চলের মানুষদের মধ্যে সুনামি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবার উদ্দেশ্যেই বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us