নিজস্ব সংবাদদাতাঃ যশের প্রথম পক্ষের সন্তান রেয়াংশ। নুসরত ও তাঁর সন্তানের নাম ঈশান। রেয়াংশ ও ঈশানের ছবি একসঙ্গে নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে যশ লিখেছেন, “ভাইদের ভালবাসা”। দুই ভাইয়েরই একই পোশাক। বৃহস্পতিবার কালিপুজোর দিন নুসরত ও যশ দুজনেই সেজে ছিলেন একই রঙের পোশাকে।