এবারে তারাপীঠের কালীপুজো কেমন কাটলো দেখে নিন

author-image
Harmeet
New Update
এবারে তারাপীঠের কালীপুজো কেমন কাটলো দেখে নিন

নিজস্ব সংবাদদাতাঃ কাল সকাল থেকেই শুরু হয়েছিল ভক্তদের সমাগম। পুজোর প্রচলিত রীতি অনুযায়ী, এদিন ভোরে মা তারাকে আর পাঁচটি দিনের মতো স্নান করানো হয়েছে। এরপর অষ্টধাতুর মুখাভরন, মুণ্ডমালা, সোনার অলংকার, ফুল, মালা আর শোলা দিয়ে শ্যামা রূপে সাজানো হয়। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ‘‌নাটোরের পুরহিত ও সেবাইত শ্যামাপুজোর শুভক্ষণে পুজোয় বসেন। পুজো শেষে মাকে আরতির পাশাপাশি ভোগ নিবেদনও করা হয়। ভোগে পোলাও, খিচুড়ি, মাছ, মাংস, ভাজা মিষ্টি ও পায়েস দেওয়া হয়।’‌ 

এদিন বিশেষ পুজো উপলক্ষে সারারাত খোলা থাকে মন্দিরের দরজা। মোমবাতি ও প্রদীপের আলোয় আলোকময় করে তোলা হয় শ্মশান চত্ত্বর। সেবাইতদের বাড়ির মেয়েরা মন্দিরের চারিদিক প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে তোলেন। শ্মশানের চারিদিকে সাধু সন্তরা ভক্তদের মঙ্গল কামনায় যজ্ঞ করেন। কালীপুজো উপলক্ষে বহু ভক্ত এদিন মানত করে বলি দেন মায়ের কাছে। এদিন মায়ের কাছে বিশেষ পুজো দিতে প্রচুর মানুষ এসেছিলেন তারা মায়ের কাছে। প্রত্যেকেই যাতে তাদের মনবাসনা মায়ের কাছে তুলে ধরে পারেন, সেজন্য সারা রাত মন্দিরের দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষ।