নিজস্ব সংবাদদাতাঃ প্রতিবারই দীপান্বিতা অমাবস্যায় নিজের কালীঘাটের বাড়িতে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারও তার ব্যতিক্রম হয়নি। আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই ৩০, বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ছিল সাজ সাজ রব। পুজোর আয়োজনে সকাল থেকে ব্যস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোগ রান্না হোক কিংবা প্রদীপ ধরানো পুজোর বিভিন্ন কাজ, নিজের হাতে করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।