'বাড়িতে খাবার নেই?' মনামীর পোস্টে প্রশ্ন অনুরাগীদের

author-image
Harmeet
New Update
'বাড়িতে খাবার নেই?' মনামীর পোস্টে প্রশ্ন অনুরাগীদের

নিজস্ব সংবাদদাতাঃ টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনামী। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। পোস্ট দেওয়া মাত্রই তা ভেসে যায় লাইক কমেন্টেসের বন্যায়। এ হেন মনামীই এবার এক দীপাবলি স্পেশ্যাল ছবি পোস্ট করতেই মজার কমেন্টে ভরিয়ে দিলেন তাঁর অনুরাগীদের একটা অংশ। মনামীর কাছে, ‘তাঁদের প্রশ্ন বাড়িতে খাবার নেই’?