দীপাবলির প্রাক্কালে ফের দূষণের কবলে দিল্লি-এনসিআর

author-image
Harmeet
New Update
দীপাবলির প্রাক্কালে ফের দূষণের কবলে দিল্লি-এনসিআর

নিজস্ব সংবাদদাতাঃ দীপাবলির প্রাক্কালে ফের দূষণের কবলে দেশের রাজধানী। আগামী দু’দিন দূষণের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে আজ মরসুমের প্রথম ঘন কুয়াশায় ঢাকা পড়ল দিল্লি-এনসিআর অঞ্চল। আজ সকালে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর ও সফদরজঙ্গ বিমানবন্দরে দৃশ্যমানতা অনেক কমে যায়। আজ সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এই দু’টি বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল ৬০০ থেকে ৮০০ মিটার।  দীপাবলির সময় দিল্লি-এনসিআর অঞ্চলে দূষণের মাত্রাও লাগামছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মানুষকে সতর্ক করে দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষ করে করোনা আবহে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।





Post-Diwali pollution has worsened Delhi's air quality again — Quartz India