নিজস্ব সংবাদদাতাঃ দীপাবলির প্রাক্কালে ফের দূষণের কবলে দেশের রাজধানী। আগামী দু’দিন দূষণের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে আজ মরসুমের প্রথম ঘন কুয়াশায় ঢাকা পড়ল দিল্লি-এনসিআর অঞ্চল। আজ সকালে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর ও সফদরজঙ্গ বিমানবন্দরে দৃশ্যমানতা অনেক কমে যায়। আজ সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এই দু’টি বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল ৬০০ থেকে ৮০০ মিটার। দীপাবলির সময় দিল্লি-এনসিআর অঞ্চলে দূষণের মাত্রাও লাগামছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মানুষকে সতর্ক করে দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষ করে করোনা আবহে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।