পেট্রোপণ্যের দাম কমায় ফিরল স্বস্তি

author-image
Harmeet
New Update
পেট্রোপণ্যের দাম কমায় ফিরল স্বস্তি

হরি ঘোষ, জামুড়িয়া: পেট্রোল ও ডিজেলের দাম কমায় রাজনৈতিক তরজা যেমন শুরু হয়েছে তেমনি মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে পেট্রোলের লিটার প্রতি ৫ টাকা ও ডিজেলের লিটার প্রতি ১০ টাকা কমানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা ইতিমধ্যে এই বিষয় নিয়ে রাজনৈতিক তরজা শুরু করেছেন। তৃণমূল নেতাদের একাংশের মতে উপনির্বাচনে বিজেপির শোচনীয়' হারের কারণে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের দাম কমিয়ে মানুষের আস্থা অর্জন করার চেষ্টা করছে। অপরদিকে সাধারণ মানুষের একাংশের স্বস্তির ছবি ধরা পড়ছে। পেট্রোল ও ডিজেলের দাম কমার ফলে বাজারে অগ্নিমূল্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রিক দাম কমার আশা করছেন সাধারণ মানুষের একাংশ। অপরদিকে সাধারণ মানুষের অন্য একটা অংশ ভয় করছেন সাময়িক দাম কমলো পরবর্তী ক্ষেত্রে সেই দাম দ্বিগুণ আকার বৃদ্ধি হতে পারে। পেট্রোলে ৫ টাকা ও ১০ টাকা দাম কমিয়ে তাতে বিশেষ কিছু লাভ হবে না।

 প্রসঙ্গত, আজ থেকে কমছে পেট্রোল এবং ডিজেলের দাম। দুই জ্বালানির ওপর এক্সাইজ ডিউটি কমালো কেন্দ্র। পেট্রোল লিটার ৫ টাকা ডিজেল লিটার ১০ টাকা কমালো কেন্দ্র, আজ থেকে কার্যকর। পেট্রোল-ডিজেলের ভ্যাট কমালো বিজেপি শাসিত রাজ্য। লিটার প্রতি আরও ৭ টাকা দাম কমালো। অসম,ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মনিপুর,গুজরাট সরকার। পেট্রোল লিটার প্রতি দু টাকা ভ্যাট কমানোর ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। রাজ্যগুলির কাছে কর ধার্য কমানোর আবেদন জানিয়েছেন কেন্দ্র সরকার।