New Update
/anm-bengali/media/post_banners/w5yDaKjR7SF6fWp1RtId.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটল দেশে। এবারও ঘটনাস্থল বিহার। বিহারের গোপালগঞ্জ জেলায় বিষমদ খেয়ে নয়জন মারা গেছেন। এছাড়া সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ডাঃ নাওয়াল কিশোর চৌধুরী। উল্লেখ্য, ভারতের অনেক জায়গাতেই অবৈধভাবে তৈরি করা মদের ব্যাপক চাহিদা রয়েছে। অবৈধভাবে তৈরি মদগুলো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের মদের চেয়ে তুলনামূলক ভাবে অনেক কম দামের হয়ে থাকে। অবৈধ মদ উৎপাদনকারীরা অনেকসময় মদের সাথে মেথানল মিশিয়ে থাকে, যেটি অ্যালকোহলের একটি অত্যন্ত বিষাক্ত রূপ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us