রাশিয়ায় ভেঙে পড়ল বিমান, মৃত কমপক্ষে ৯

author-image
Harmeet
New Update
রাশিয়ায় ভেঙে পড়ল বিমান, মৃত কমপক্ষে ৯


নিজস্ব সংবাদদাতাঃ
এবার রাশিয়ায় ভেঙে পড়ল বিমান, মৃত কমপক্ষে ৯। জানা গিয়েছে, বেলারুশের একটি পণ্যবাহী এএন-১২ বিমান পূর্ব রাশিয়ায় অবতরণ করার সময়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় এখনও অবধি ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। সূত্র মারফত খবর, বিমানটি প্রথমবার অবতরণের চেষ্টা করে গেলে ব্যর্থ হয় । এরপর দ্বিতীয়বার অবতরণের সময়ই দুর্ঘটনা ঘটে। কী কারণে এই ঘটনা তা জানা সম্ভব হয়নি। যদিও বেলারুশিয়ান আধিকারিকরা জানিয়েছেন বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন বেলারুশীয়, দু’জন রাশিয়ান এবং দু’জন ইউক্রেনের নাগরিক ছিলেন।