প্রথম দুই ম্যাচ হারের জন্য পিচের দিকে আঙুল তুললেন কোহলি

author-image
Harmeet
New Update
প্রথম দুই ম্যাচ হারের জন্য পিচের দিকে আঙুল তুললেন কোহলি

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারার পর, আফগানিস্তানের বিরুদ্ধে ৬৬ রানে অবশেষে নিজেদের চলতি বিশ্বকাপের প্রথম জয়ের সুনিশ্চিত করেছে ভারতীয় দল। তবে এই জয় সত্ত্বেও ভারতের সেমিতে যাওয়ার রাস্তা ভীষণ কঠিন। ম্যাচ জিতেও কিন্তু কোহলি ফের সেই পিচ প্রসঙ্গে মাতলেন। ওপেনারদের আগ্রাসী ব্যাটিং থেকে স্পিনারদের ম্যাচের মিডল ওভারগুলিতে দাপট, সবই দেখা গেছে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে। দলের দাপুটে পারফরম্যান্সের মাঝেও কোহলি স্পষ্ট জানিয়ে দেন এই পিচ অনেক ভালো। আমরা যদি এমন  ক্রিকেট দুই ওভারের জন্যও খেলতে পারতাম, তাহলে তা প্রতিপক্ষকে একটা বার্তা পাঠানোর জন্য যথেষ্ট ছিল।’ গত ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নামলেও এই ম্যাচে কোহলি নিজের স্বাভাবিক তিন নম্বর, বা চার নম্বরে ব্যাট করতে নামেননি। তাঁর পরিবর্তে হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্তকে শেষের ওভারগুলিতে দ্রুত রান করতে প্রমোট করা হয়। এই বিষয়ে কোহলি মনে করেন টি-টোয়েন্টিতে সবটাই পরিস্থিতি মেনে করা দরকার। ‘টি-টোয়েন্টিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই পরিস্থিতিতে তখন যা সঠিক মনে হয়, তেমনই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। দাবি কোহলির।