নিজস্ব সংবাদদাতাঃ অজস্র অনুগামী তাঁদের প্রিয় তারকা শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। বলি তারকারাও বাদ যাননি। কিন্তু সবার মধ্যে বাদ গিয়েছিলেন তাঁর অনস্ক্রিন প্রেমিকা কাজল। কিন্তু কেন কাজল তাঁর হিরোকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি তা নিয়ে প্রশ্ন উঠেছে তাঁর অনুরাগীদের মনে।
ইনস্টাগ্রামে কাজল তাঁর অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর খেলায় মেতেছেন। খেলার নিয়ম, তাঁকে যেমন ইচ্ছে প্রশ্ন করা যাবে। তিনি বেছে বেছে উত্তর দেবেন। সেখানেই এক অনুরাগী কাজলের কাছ থেকে জানতে চান, ‘শাহরুখের জন্মদিনে আপনি তাঁকে শুভেচ্ছা জানাননি কেন?’ প্রশ্নটি এড়িয়ে যাননি ‘সিমরন’। ‘রাজ’-এর বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেই তিনি বললেন, ‘‘শাহরুখকে আর আলাদা করে কী শুভেচ্ছাবার্তা পাঠাব? যে দিন ওর ছেলে (আরিয়ান খান) বাড়ি ফিরেছে, সে দিনই শাহরুখের সমস্ত ইচ্ছে পূরণ হয়ে গিয়েছে।’’