নিজস্ব সংবাদদাতাঃ উৎসবের এই মরসুমে দম ফেলার ফুরসত নেই পূর্ব মেদিনীপুরের কেশববাড় গ্রামের মৃৎশিল্পীদের। সেই বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়েছে ঠাকুর গড়া। দুর্গা পেরিয়ে এখন কালী প্রতিমায় রূপটান। অথচ এই শিল্পীদের প্রাত্যহিক জীবনযাপনে নেই পৌত্তলিক পুজো-আচ্চা। এঁরা সকলেই মুসলিম সম্প্রদায়ের। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এখানে ধর্ম ছাপিয়ে শিল্পীসত্তার পরশেই প্রাণ পায় মৃণ্ময়ী মূর্তি।