নিজস্ব সংবাদদাতাঃ পেট্রল-ডিজেলের শুল্ক লাগাতার বাড়িয়ে তারপর নামমাত্র শুল্ক কমানোর অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এ নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছে। বৃহস্পতিবার এ প্রসঙ্গে তৃণমূল দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ টুইটারে লিখলেন, ‘বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের প্রাপ্য পায়। বাড়তি পায়। কর কমালেও পুষিয়ে দেয়। বাংলা বকেয়াই পায় না।’ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের উপরও তেলের দাম কমানো নিয়ে চাপ তৈরি হচ্ছিল। সেই প্রসঙ্গেই রাজ্যের অবস্থান ব্যাখ্যা করে কুণালের এই টুইট বলে মনে করা হচ্ছে।