নিজস্ব সংবাদদাতাঃ বাঁধ মানছে না রাজ্যের করোনা (Corona) সংক্রমণ। স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯১৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭৯ জন। রাজ্যে করোনা মৃত্যু হার এখন সেই ১.২ শতাংশেই দাঁড়িয়ে আছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। যার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ৪ জনের। সংক্রমণ-এর দিক দিয়েও এগিয়ে রয়েছে কলকাতা।