/anm-bengali/media/post_banners/TL0lMmnIWE2Sb9BSFXhM.jpg)
হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : ফের চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পাণ্ডবেশ্বর এলাকায় । বুধবার ভোররাতে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর থানার ডালুরবাধ ৪ নম্বর এলাকায় একটি খনি আবাসনে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে ইসিএলের ডালুরবাধ ১ নম্বর এলাকায় একটি খনি আবাসনে চুরির ঘটনা ঘটে । দুটি মোবাইল সহ চুরি হয় কয়েক হাজার টাকা । আবাসিক মানসী নিয়োগী জানান, 'এদিন ভোর চারটে নাগাদ ঘুম ভাঙলে লক্ষ্য করি আবাসনের দরজা খোলা । ঘরের জিনিসপত্র ছড়ানো । বুঝতে পারি চুরি হয়েছে আবাসনে ।' খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানায় । এদিকে এলাকায় বারবার চুরির ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক । এদিকে দুর্গাপুজোর নবমীর দিন থানা সংলগ্ন কলেজ পাড়ায় দুটি আবাসনে চুরি হয় । ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্মীরা । কয়েকদিন আগে পড়শি জেলা বীরভূমের দুবরাজপুর থেকে চুরির ঘটনায় যুক্ত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ । ঘটনায় পুলিশের তৎপরতায় খুশি হয়েছিলেন বাসিন্দারা । কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না । সাফল্যের এই রেশ কেটে গেল আজকের চুরির ঘটনায় ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us