নতুন পঞ্চায়েতের সহ সভাপতি পেল পাঁশকুড়া

author-image
Harmeet
New Update
নতুন পঞ্চায়েতের সহ সভাপতি পেল পাঁশকুড়া

নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুর:দীর্ঘ ২ বছর ধরে পঞ্চায়েত সমিতির সহ সভাপতির  পড়ে থাকাফাঁকা চেয়ারে বসল হানিফ মহম্মদ। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন কুরবান শা।২০১৯ সালের দুর্গাপূজার নবমীর রাতে দুষ্কৃতির হাতে খুন হন কুরবান। তারপর থেকেই ফাঁকা ছিলো পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পদ। পাঁশকুড়া বিডিও অফিসের কনফারেন্স হলে পাঁশকুড়া ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচন সম্পন্ন হলো। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচনের প্রাক্কালে কড়া পুলিশি নিরাপত্তা বসানো হল পাঁশকুড়া বিডিও অফিস চত্ত্বরে। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচনে গোবিন্দ নগর অঞ্চলের তৃনমূলের পঞ্চায়েত সদস‍্য হানিফ মহম্মদের নাম প্রস্তাবিত হয় এবং উপস্থিত সকল পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যরা উক্ত প্রস্তাবে সমর্থন করে। তার পরেই পাঁশকুড়া ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচিত হয় হানিফ মহম্মদ। যার ফলে খুশি তাঁর অনুগামীরা।  এই নির্বাচনকে ঘিরে বিডিও অফিসের বাইরে দলীয় কর্মীদের উত্তেজনা ছিল প্রবল। উপস্থিত ছিলেন পাঁশকুড়ার বিডিও ধেনধুপ ভুটিয়া, ব্লক সভাপতি দীপ্তি জানা,পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক নন্দ কুমার মিশ্র,ভাইস চেয়ারম্যান সইদুল ইসলাম খান, জেলা পরিষদের সদস্যা লিপিকা হাজরা, পাঁশকুড়া পৌরসভার কাউন্সিলর সেক সমীরুদ্দিন, ব্লকের সাধারন সম্পাদক গুরুপদ মুন্সি, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক,জেলা পরিষদের খাদ্য কর্মাধখ্য সিরাজ খান,পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য, এলাকার প্রধান সহ একাধিক নেতৃত্ব হানিফ মহম্মদ নির্বাচিত হওয়ার পর খুশির জোয়ার পাঁশকুড়া অঞ্চল জুড়ে । পাঁশকুড়া ১ পঞ্চায়েত সমিতি অফিসের মধ্যেই ফুলের মালা পরিয়ে, ফুলের তোড়া, দিয়ে বরণ করে নেয় পঞ্চায়েত সমিতির মেম্বাররা।



আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm