New Update
/anm-bengali/media/post_banners/v0ijHxpfbLCJbafLQGeI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর একদিন পরেই দীপাবলি। আর তার আগেই বাংলা থেকে গ্রেফতার করা হল এক জেএমবি জঙ্গিকে। জানা গিয়েছে, সুভাষগ্রামে এনআইএর জালে ধরা পড়েছে এক জেএমবি জঙ্গি। ধৃতের নাম আব্দুল মান্নান। সে বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে জাল ভোটার ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এনআইএ জানিয়েছে, চলতি বছরের গত জুলাই মাসে হরিদেবপুর থেকে ৪ জঙ্গিকে গ্রেফতার করা হয়। এরপর তাঁদের জেরা করেই আব্দুলের খোঁজ মেলে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us