/anm-bengali/media/post_banners/C18IjJahIeiJPmtiC3Uw.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ সীমান্ত থেকে এক মদ ও সার পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ । জানা গিয়েছে, বিগত ২২ জুনসকাল সাড়ে ৮ টার সময়বিএসএফ-এর জওয়ানরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে তল্লাশি অভিযান চালিয়ে ২৪ বোতল মদ এবং ৩০ কেজি সার সহ একজন চোরাকারবারীকে আটক করেছে। এই সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ২৩,৫২০ টাকা। মুর্শিদাবাদ জেলার সীমা চৌকি এট্রোশিয়াএলাকা দিয়ে এই সামগ্রীগুলি ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে খবর। এদিকে গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে৩৫ ব্যাটালিয়ন-এর জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি অভিযান চালায়। এরপর জওয়ানরা সকালে ৮:৩০টা নাগাদ চোরাচালানকারীকে ভারত থেকে আন্তর্জাতিক সীমান্তের দিকে আসতে দেখে। পাচারকারীকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২৪ বোতল মদ ও ৩০ কেজি সার উদ্ধার করা হয়। ধৃতের না, কাজীরুল শেখ (১৭)। সে মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা বলে খবর। এ বিষয়ে ৩৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার রাজেশ কুমার জানান যে বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে নিষিদ্ধ পণ্য পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। যার কারণে এ জাতীয় অপরাধে জড়িত ব্যক্তিরা প্রচুর অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং তাদের মধ্যে কয়েকজনকে আইন অনুসারে ধরা পড়ছে এবং তাঁদের শাস্তি দেওয়া হচ্ছে।
আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us