/anm-bengali/media/post_banners/T44Ze7ylAQxUrzjdderU.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ এক সময় কিশোরকুমারের গলার গান গেয়ে নামী সংগীতশিল্পী হয়ে উঠেছিলেন এই আসানসোল শিল্পাঞ্চলের কুলটি ডিশেরগড় এলাকার বাসিন্দা দুর্গারানা। এই নামটা শিল্পাঞ্চলের মানুষ তো বটেই বাইরের থেকেও তার গানের গলার চাহিদা ছিল। তাই স্টেজ প্রোগ্রাম ছাড়া তাঁর জমতো না। আর তার প্রিয় 'ভোলে ও ভোলে মেরে ইয়ার কো মানালে' গান গেয়ে এই সংগীত শিল্পী মঞ্চ কাঁপিয়েছেন। আর দর্শক তার গান শোনার জন্য মঞ্চের সামনে অপেক্ষায় থাকতো। এখন আর তার সেরকম ডাক নেই, নেই মঞ্চে গান গাওয়ার চাহিদা। বর্তমানে দুর্গারানার অসুবিধার কথা তুলে ধরে সংবাদ মাধ্যম। তার মাথার উপর যে ছাদ অর্থাৎ ঘরের অসুবিধা ছিল তাও সারিয়ে দেওয়া হয়। আর আজ ধনতেরাসের দিন এই সংগীতশিল্পীকে আসানসোল পৌরনিগম থেকে নবনির্মিত বাড়িটির চাবি তুলে দেওয়া হয়। বাড়ীর নতুন নাম 'স্বপ্ননীড়'। এদিন উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী সহ আসানসোল পৌর বোর্ডের সদস্যরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us