নিজস্ব সংবাদদাতাঃ বৃষ্টিতে উপড়ে পড়ল গাছ। চাপা পড়ে মৃত্যু মহিলা পুলিশ অফিসারের। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। রাজ্য সচিবালয় জর্জ টাউনে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের স্পেশ্যাল সেলে মোতায়েন ছিলেন ওই মহিলা পুলিশ অফিসার। ঘটনার সময় ওই চত্বরে আরও কয়েকজন পুলিশ কর্মী ছিলেন। তাঁদের কেউ কেউ অল্পবিস্তর আহত হয়েছেন।
নিরাপত্তা সংক্রান্ত কাজে মোতায়েন ছিলেন ওই মহিলা হেড কনস্টেবল কবিতা। বৃষ্টির মধ্যেই একটি গাছ উপড়ে তাঁর ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চেন্নাইয়ে রাজ্য সচিবালয় জর্জ টাউনের মুখ্যমন্ত্রীর স্পেশ্যাল সেলের কাছেই এই ঘটনা ঘটেছে।