নিজস্ব সংবাদদাতাঃ ডুকাটি ইন্ডিয়া ভারতে লঞ্চ করেছে তাদের Scrambler Desert Sled Fasthouse লিমিটেড এডিশনের বাইক। জানা গিয়েছে, এই বাইকের দাম শুরু হচ্ছে ১০.৯৯ লক্ষ টাকা থেকে। গ্লোবাল মার্কেটে ৮০০ ইউনিট বাইক পাওয়া যাবে এই তথ্য প্রকাশ্যে এলেও ভারতের বাজারে এই লিমিটেড এডিশনের বাইক কত ইউনিট লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।