জোড়ের জল থেকে উদ্ধার এক সদ্যোজাত শিশুর মৃতদেহ

author-image
Harmeet
New Update
জোড়ের জল থেকে উদ্ধার এক সদ্যোজাত শিশুর মৃতদেহ


হরি ঘোষ, জামুড়িয়াঃ 
মঙ্গলবার সকাল বেলায় জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি অন্তর্গত পড়াশিয়া শান্তি কুটির জোড়ের জলে ভাসতে দেখা যায় একটি সদ্যোজাত শিশুকে। জানা গিয়েছে, পড়াশিয়া আদিবাসী পাড়ার কিছু মানুষ সকাল বেলায় মাঠে কাজ করতে যাওয়ার সময় শিশুটিকে দেখতে পায়। এর পরে বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা পুলিশে খবর দেয়। সাথে সাথে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
 স্থানীয় আদিবাসী যুবক কিষন মাঝি বলেন, 'মৃত শিশু পুত্রটির এখনো নাড়ি পর্যন্ত কাটা হয়নি। এতো জঘন্য কাজ যারা করতে পেরেছে তারা মানুষ নয়। তাদের ভগবান ক্ষমা করবে না।' পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।