New Update
/anm-bengali/media/post_banners/nZudVmutwDsTK56ML9li.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ প্রায় তিন লক্ষ টাকার বাজি উদ্ধার করলো পুলিশ। বিধাননগর ফাঁড়ির অন্তর্গত মহকুমা হাসপাতাল সংলগ্ন জোনাল মার্কেটে গোপন সূত্রে অভিযান চালিয়ে পুলিশ একটি দোকান থেকে এই বাজি উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ আটক করেছে একজনকে। শহর জুড়ে এই ধরনের অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us