লজ্জা নয়, যৌনতা সম্বন্ধে যা আপনাকে জানাতেই হবে

author-image
Harmeet
New Update
লজ্জা নয়, যৌনতা সম্বন্ধে যা আপনাকে জানাতেই হবে

নিজস্ব সংবাদদাতাঃ 

প্রতিদিন সেক্স আপনার শরীরকে রাখতে পারে আরো বেশী তরতাজা।সেক্স আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করে। এবার সেক্স নিয়ে উঠে এসেছে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য-

১.ডুরেক্স গ্লোবাল সেক্স সার্ভে জানাচ্ছে, প্রেমিক-প্রেমিকারা বছরে গড়ে ১৩৯ বার মিলিত হন। এই বিষয়ে সবচেয়ে এগিয়ে ফরাসিরা। তাঁরা বছরে গড়ে ১৬৭ বার মিলিত হন।

২. সুমধুর যন্ত্রসঙ্গীত মিলনকে আরও উদ্দীপ্ত ও আবেদনময়ী করে তোলে। বেডরুমে মোত্‍জার্ট বা

সিডি রাখার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা।

৩. গোপনাঙ্গকে পরিষ্কার রাখতে গিয়ে বারবার কোনও বাজারচলতি রাসায়নিক ব্যবহার করা উচিত্‍ নয়। এতে মহিলাদের গোপনাঙ্গে যে ‘হেলদি ব্যাকটেরিয়া’ থাকে, সেগুলি ধুয়ে বেরিয়ে যায়।

৪. ডুরেক্সের সমীক্ষা জানাচ্ছে, প্রতি ১০ জনের মধ্যে অন্তত ৪ জন তাঁদের প্রিয় বন্ধুর পার্টনারের সঙ্গে মিলিত হতে পছন্দ করেন।

৫. ‘ব্লু বল’ রোগ হলে পুরুষদের বীর্যস্খলনে কষ্ট হয়।