New Update
/anm-bengali/media/post_banners/f5Eg8piK8e8klfTg6Iuz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বেশির ভাগ লোকজন মনে করেন প্রেগন্যান্সির সময় নাকি সেক্স করা উচিত না, কিন্তু সেটা একেবারেই ঠিক নয়। প্রেগন্যান্সির দ্বিতীয় ধাপে এসে রক্ত প্রবাহ এবং স্রাব দুটিই বৃদ্ধি পায়। এই কারণে প্রেমজ হর্মোন নিঃসরণ বৃদ্ধি পায়। তাই এই সময় সাথির সাথে ঘনিষ্ট হওয়ার বাসনাও বেড়ে যায়।
ধারনা-প্রেগনেন্সির সময় সেক্স করলে বাচ্চার ক্ষতি হয়। এটা ভুল। প্রেগনেন্সির সময় ওজাইনা স্ট্রেসের ফলে একটু বৃদ্ধি পায়। এর ফলে গর্ভাশয়ের বাইরের দিকে মিউকাসের একটা ভারী স্তর জমে যায়। যার ফলে সেক্সের সময় গর্ভাশয়ের মধ্যে বাচ্চা সুরক্ষিত থাকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us