ঋতুচক্রেও উদ্দাম যৌনমিলনে লিপ্ত হচ্ছেন, অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো?

author-image
Harmeet
New Update
ঋতুচক্রেও উদ্দাম যৌনমিলনে লিপ্ত হচ্ছেন, অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো?

নিজস্ব সংবাদদাতাঃ পিরিয়ডস মানেই এখনও একটা ছুৎমার্গ। এটা বারণ ওটা বারণ লেগেই রয়েছে। নিয়মের এই বেড়াজালে এখনও জড়িয়ে রয়েছে মেয়েরা। তবে শুধু তাই নয়, পিরিয়ড চলাকালীন যৌন মিলন করাটা ঠিক না ঠিক নয়। এই প্রশ্নও অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু লজ্জাবশত অনেকেই হয়তো এই নিয়ে খোলাখুলি কথা বলতে পারছেন না। কিন্তু এই নিয়ে কী মতামত বিশেষজ্ঞদের , জেনে নিন বিশদে।