মানসিক অবসাদের আরেক ওষুধ সেক্স

author-image
Harmeet
New Update
মানসিক অবসাদের আরেক ওষুধ সেক্স

নিজস্ব সংবাদদাতাঃ মানসিক অবসাদে আমরা প্রত্যেকেই কম বেশি ভুগি থাকি৷ এর জন্য অনেকে চিকিৎসাও করায়৷ কিন্তু আপনি জানেন মানসিক অবসাদ কাটানোর মুশকিল আসান হয়ে উঠতে পারে সেক্স৷ তাছাড়া সেক্স শুধুই উপভোগ করার জন্য নয়৷ সেক্স স্বাস্থ্যকরও বটে৷ সেক্স শুধু শরীর মনকে তৃপ্তি দেয় না৷ বরং শরীরকে রাখে সুস্থ সবল এবং তরতাজা৷শুধু মানসিক শান্তি বা শারীরিক তৃপ্তি পাওয়াই নয়, সৌন্দর্য বাড়াতেও জরুরি সেক্স৷ ভাবছেন, সৌন্দর্য বাড়াতে হলে বিভিন্ন রকমের কসমেটিক্স কিংবা ঘরোয়া উপায়ে নিজেকে সুন্দর রাখবেন৷ তার জন্য আবার সেক্সের কী দরকার? গবেষণা বলছে, নিয়মিত সেক্স শুধু আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে না, বাড়বে আত্মবিশ্বাস৷