New Update
/anm-bengali/media/post_banners/diCyFSz4oYJwaNUvrH0x.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এটা খুবই কমন একটা প্রশ্ন। নিজের শরীর নিয়ে পুরোপুরি স্বচ্ছন্দ অনেকেই নানা কারণে হতে পারেন না। এ ক্ষেত্রে সবার আগে দরকার পার্টনারের সঙ্গে স্বচ্ছন্দ হওয়া এবং সেটা শুধু বেডরুমে নয়, বরং বেডরুমের বাইরেও। নিজের কোনও ব্যাপারে আপনি যদি স্বচ্ছন্দ না হন, সেটা নিয়ে সরাসরি পার্টনারের সঙ্গে কথা বলুন। তাতে পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কও আরও মজবুত হবে, সেক্স জীবনেও নতুন এনার্জি পাবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us