New Update
/anm-bengali/media/post_banners/T18Fsn7l2bXnzVsi2JIQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গ্রামের মহিলারা খুব একটা চান না যে, তাঁদের স্বামী তাঁদের সঙ্গে ঘরের কাজে হাত লাগাক। কিন্তু শহরের মেয়েরা চান, তাঁদের স্বামী, তাঁদের সঙ্গে ঘরের কাজে হাত লাগাক। বাচ্চা থাকেল, তার দেখভাল করুক। আর খুবই ভাল হয় যদি, স্বামীরা তাঁদের রান্নার কাজে একটু সাহায্য করেন।যদি ঘরের কাজ মেয়েদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছেলেরাও করে, এতে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে। একে অপরের সঙ্গে বোঝাপড়া অনেক বেশি তৈরি হয়। আর এতে যেহেতু সম্পর্কের উন্নতি হয়, তাই যৌন জীবনও গাঢ় হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us