One Night Stand-এর সুফল

author-image
Harmeet
New Update
One Night Stand-এর সুফল

নিজস্ব সংবাদদাতাঃ একরাতের জন্য যৌন মিলন অনেকেই পছন্দ করেন কিন্তু লজ্জায় বলতে পারেন না, জেনে নিন one night stand এর সুফল 

যাকে আপনি চেনেন না বা যাঁর সঙ্গে কোনও সম্পর্কের বাঁধন নেই। তেমন ব্যক্তির সঙ্গে one night stand-এ নতুন নতুন পরীক্ষার সুযোগ পাবেন।

one night stand অনেকেই ভালবাসেন না, তার অন্যতম কারণ হল, এরসঙ্গে কোনও মানসিক যোগ থাকে না। তবে, মনে রাখবেন যৌনতায় সব সময় মানসিক যোগ কাজ করে না। অনেক সময় অপরিচিতের সঙ্গে আদিম খেলায় মেতে উঠতেও ভাল লাগে।

অনেক সময়ই মনের বদমায়েশিগুলোকে আমরা চেপে রাখি। মাঝে মধ্যে সেগুলো বের হতে দিন। one night stand তেমনই একটা বদমায়েশি। দেখবেন অনেকটা স্বাধীন লাগবে।